চুঁচুড়ায় বেআইনী ভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারা। মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ। সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় বিধায়ক অসীত মজুমদার ও চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দারদের দাবী, বিএলএলআরওকে ডেকে পুকুরের মাপ করে পিলার বসানো হয়েছিল বছর খানেক আগে। সেই পিলার ভেঙে ফেলে আবারও পুকুর বোজানো শুরু হয় বলে অভিযোগ। এনিয়ে প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ জানান এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট ও বিএলএলআরওর বিরুদ্ধে সরব হন বিধায়ক। নিজেই পুলিশ ডাকেন। পরে হুগলি জেলা শাসকের কাছে গিয়ে অভিযোগ জানান তিনি।জেলা শাসক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।