নদিয়ার কল্যানী বুদ্ধপার্ক এলাকা থেকে উদ্ধার করা হল ১৮০০ বোতল ফেনসিডিল। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। গতকাল রাতে গোপন সুত্রে খবর পেয়ে নদিয়া থানার পুলিশ রোড চেকিং এর সময় একটি ইনোভা গাড়ি থেকে এই ফেনসিডিল উদ্ধার করে। এবং আটক করে তিন পাচারকারীকে। অভিযুক্তদের নাম অবিনাশ দাস, রুদ্র সুতার এবং সিদ্বার্থ দে। অভিযুক্তদের সোমবার সকালে কল্যানী মহকুমা আদালতে তোলা হয়। সূত্রের খবর, ওই তিন ব্যক্তি ফেনসিডিল গুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তখনই তাদের আটক করে পুলিশ। তবে এর পেছনে আরও কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করেছে নদিয়া থানার পুলিশ।