কোভিড ১৯-এ আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, সোমবার তাঁর নামে একটি বেড বুক করা হয় মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার ১১টা নাগাদ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালের তরফেও জানানো হয়েছে, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁকে আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হচ্ছে।