করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫১ লাখ ছাপিয়ে গিয়েছে। অমিত সাহ থেকে ডোনাল্ড ট্রাম্প কাউকেই বাঁচানো যায়নি করোনার প্রকোপ থেকে। এবার করোনা আক্রান্ত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। শুধু নেপালের প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ৭৬ জন জওয়ানের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাসভবনে ছেয়ে গিয়েছে করোনা জীবাণু। বাসভবন পুরোপুরি খালি করে তা স্যানিটাইজ করা চলছে। শুধু ওলি নন, তাঁর নিজস্ব চিকিৎসক দিব্যা শাহও করোনা আক্রান্ত হয়েছেন।