হুগলী : করোনা ভাইরাসের মোকাবিলায় মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলো কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। বৃহস্পতিবার কোন্নগরে কানাইপুর নবগ্রামের মানুষকে সচেতন করতে কেউ সাজলেন রাজা রামমোহন, কেউ সাজলেন রামকৃষ্ণ, আবার কেউ সাজলেন বিবেকানন্দ। এভাবে মনীষীদের সাজে রাস্তায় হেঁটে মানুষকে সচেতন করা হলো যাতে মানুষ লক ডাউনের সময় অযথা বাড়ির বাইরে না বেরোয়। এদিন মনীষীরা রাস্তায় হেঁটে মানুষকে সচেতন করলেন। মানুষকে মনীষীরা ও পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বোঝালেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না,গুজব ছড়াবেন না ও গুজবে কান দেবেন না।