২ অক্টোবর থেকে খুলে গেল আলিপুর চিড়িয়াখানার দরজা। অনেক নিয়ম বদলেছে চিড়িয়াখানার। ছয় মাসের ব্যবধানের অবশেষে, শুক্রবার সকাল ৯ টা থেকে প্রবেশ করা যাচ্ছে চিড়িয়াখানায়। তবে ১০ বছরের নিচে কোনও শিশুকে প্রবেশ করতে দেওয়া হবে না। করোনা পরিস্থিতিতে বদল হয়েছে চলতি নিয়মে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে। অনলাইনে টিকিট কেটে প্রবেশ করতে হবে চিড়িয়খানায়। বন দফতরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অন লাইন টিকিট কাটা যাবে। খাঁচার সামনে দশ জনের বেশি কাউকে জমায়েত করতে দেওয়া হবে না। ছোট খাঁচার সামনে দাঁড়াতে দেওয়া হবে ৫ জনকে। দেখার জন্যে বেধে দেওয়া হবে সময়ও। মুখে মাস্ক পড়তে হবে। চিড়িয়াখানার মূল প্রবেশদ্বারে থাকবে থার্মাল স্ক্যানিং ও স্ট্যানিটাইজার মেশিন।
প্রবেশ পথে নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে চলার জন্যে থাকছে কড়া নজরদারির ব্যবস্থা ।