৫৮ বছরে পা রাখলেন বাংলা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ মূলত বাংলা ছবির ধারায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে থাকলেও ভারতীয় ছায়াছবির ইতিহাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম ছেঁটে ফেলা যায় না। ব্যর্থ প্রেম, কিছু ব্যর্থ দাম্পত্য, উচ্চাভিলাষী ছবির বক্স অফিসে মুখ থুবড়ে পরা, পাশাপাশি আশাতীত সাফল্য সব নিয়েই কিংবদন্তী প্রসেনজিৎ। দোসর ছবিতে বলাই বাহুল্য প্রসেনজিতের অভিনয় ছাড়া কখনই সম্ভব হত না। মনের মানুষ- এই ছবিতে লালনের চরিত্রে দেখা গিয়েছিল নায়ককে। লালনের চরিত্র যে ভাবে ফুটে উঠেছিল পর্দায় সে শুধু প্রসেনজিতের অভিনয়েই সম্ভব। এছাড়াও চোখের বালি,অটোগ্রাফ,সাংহাই মত ছবি দিয়ে বক্স অফিস মাতিয়ে রেখেছেন সবসময়।