মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেছিলেন ১৮৭০ সালের ১৯শে অক্টোবরে। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী। এই বৃদ্ধা মহিলা একদিক থেকে গান্ধী বুড়ি নামেও পরিচিত ছিলেন। ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে তমলুক থানা দখল করতে যাওয়ার পথে ৭৩ বছর বয়সে ইংরেজ সরকারের পুলিশের গুলিতে নিহত হন। তিনি প্রয়াত হন ১৯৪২ সালের ২৯শে সেপ্টেম্বর। আজ তাঁর ৭৮তম মৃত্যু দিবস। তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত বন্দেমাতরম আওয়াজ তুলেছিলেন। মাটিতে লুটিয়ে পড়েও মাতঙ্গিনী দেবী জাতীয় কংগ্রেসের পতাকার প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। এই উজ্বলতম জ্যোতিষ্কের মধ্যে অসীম সাহসী, সর্বত্যগী স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি।