করোনায় আক্রান্ত রোগীরাও দিতে পারবে ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এই মর্মে বিভিন্ন রাজ্যের কাছে নির্দেশ পাঠানো হয়। এই বিষয়ে অসম, বিহার ,ছত্রিশগঢ়, গুজরাত, হরিয়ানা ,ঝাড়খন্ড, কর্ণাটক ,কেরল ,মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড ,তামিলনাড়ু ,উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ,ওড়িশা, মণিপুর এবং তেলেঙ্গানার মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সোমবার। নির্বাচন কমিশন ওই নির্দেশিকায় জানানো হয়, শারীরিক প্রতিবন্ধীরা এবং ৮০ বছরের বেশি বয়সের ভোটাররাও এই মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা পাবে। তবে কিছু রাজ্য এই পরিস্থিতিতে উপনির্বাচন করা নিয়ে আপত্তি জানিয়েছেন। গোটা দেশে ৬৪টি বিধানসভা এবং একটি লোকসভা উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচনের ব্যাপারে মঙ্গলবার নির্বাচন সদনে বৈঠক হয়। তবে ইতিমধ্যেই যেভাবে পোস্টাল ব্যালটের নির্দেশিকা রাজ্যে রাজ্যে পাঠানো হচ্ছে তাতে বিভিন্ন মহলের ধারণা এটা উপনির্বাচন হবে বলেই ইঙ্গিত বহন করছে।