কোভিডে আক্রান্ত হয়ে সংকটজনক অবস্থা ইন্দাস বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর সাংগঠনিক জেলা পর্যবেক্ষক গুরুপদ মেটের। তিনি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন চিকিত্সাধীন। দলীয় সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই প্রচন্ড অসুস্থ ছিলেন তিনি। তারপর তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রে জানা
যায়, তার শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা জটিল হতে থাকে। ফলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সম্প্রতি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সরকার।