বিজ্ঞান শহর হিসেবে সেরার তালিকায় স্থান পেল কলকাতা। নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি বিজ্ঞান শহরের মধ্যে রয়েছে ভারতের বেঙ্গালুরু এবং কলকাতা। এর আগে বিচারের নিরিখে ৯৩তে ছিল বেঙ্গালুরুর নাম। তবে এবার খানিকটা পিছিয়ে ৯৭ নম্বরে স্থান পেয়েছে বেঙ্গালুরু। বর্তমানে শহর কলকাতার স্থান রয়েছে ৯৯-এ, যা আগে ছিল ১২১। তিলোত্তমাকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। বিশ্বব্যাপী নেচারের ব়্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে রয়েছে বেইজিন, নিউ ইয়র্ক, বোস্টন, সানফ্রান্সিস্কো এবং সাংহাই। তবে কলকাতা আবারও সেরার তালিকায় স্থান পাওয়া খুশি শহরবাসী।