করোনার থাবায় কাবু গোটা দেশ। কবে আসবে করোনার প্রতিষেধক তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কোন দেশ আগে আবিষ্কার করবে করোনার টিকা সেই দিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে পৃথিবীর প্রায় সব দেশ। ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লক্ষের কাছে পৌছছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন জানিয়েছেন, “শুধুমাত্র ভারতই নয়, সমগ্র বিশ্বেই সুস্থ হয়ে ওঠার পরও দ্বিতীয়বার আবার করোনা সংক্রমিত হওয়ার ঘটনা যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করছে। যেই কারণে করোনার নতুন নতুন জিনগত পরিবর্তন নিয়ে সব সময় আলোচনা এবং গবেষণা চলছে। তিনি এও দাবি করেন, গোষ্ঠী অনাক্রম্যতা অর্জনের থেকে ভারত এখনও যথেষ্ট দূরে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ৮৮,৬০০ জন।