বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল করোনায় আক্রান্ত। একথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা উপসর্গও ছিল তাঁর। এরপরই কোভিড টেস্ট করান। রবিবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই ফেসবুকে পোস্ট করে একথা জানান বিজেপি নেত্রী।একইসঙ্গে তিনি অনুরোধ করেছেন, গত ৫ দিনে যাঁরা যাঁরা ওনার সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অতি অবশ্যই করোনা পরীক্ষা করান এবং হোম আইসোলেশনে থাকেন।