করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই শুভেন্দু অধিকারী ও তার মা দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত কোলাঘাটের গেস্টহাউজে আইসোলেশনে রয়েছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে তাঁর মা-ও চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাতেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভেন্দু অধিকারীর মা গায়েত্রী দেবীকে। অধিকারী পরিবারের বাকি সদস্যরাও আইসোলেশনে রয়েছেন। জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। সূত্রের খবর, শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হতে পারেন বলেও জানা গিয়েছে।