শীতকালেও করোনার বিরাম নেই। বলা হচ্ছে ঠান্ডায় করোনা আরও শক্তিশালী হয়ে ওঠে। সে কথা মাথায় রেখে আরও ৫ লক্ষ ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট’ কিনতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। শীত পড়ার আগে স্বাস্থ্য দফতরের এধরনের তত্পরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আগামী তিন মাসের জন্য ৫ লক্ষ র্যাপিড অ্যান্টিজেন টেস্টের দরপত্র ডেকেছে স্বাস্থ্য দফতর। শীত পড়লে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও আগামী তিন মাসে করোনা পরীক্ষা লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।