উত্তরবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার অতিভারী বর্ষনের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে আগামী শনিবার পর্যন্ত বলেও পূর্ভাবাস। উত্তরবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তার জেরেই ভারী বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতায় সকালে ভারী বৃষ্টির পরে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।