করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনে খুলতে চলেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই একাধিক বিধিনিষেধ থাকবে প্রবেশ পথে। সরকারী সমস্ত বিধিনিষেধ মেনে চললে তবেই মিলবে প্রবেশের অনুমতি। প্রয়োজনে বাতিলও হতে পারে ভ্রমণ।প্রবেশ পথে যে সকল নির্দেশিকা মেনে চলতে হবে তা হল-
*সমস্ত টিকিট বুক করতে হবে অনলাইনে
*কোনও ক্যাম্প, ওয়াচ টাওয়ার, জেটিতে কোনও পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না।
*১০ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তির ক্ষেত্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
*মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্ট্যানসিং মেনেই ভিতরে প্রবেশ করা যাবে।
*যে কোনও ক্ষেত্রে কৃর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।