বৃহস্পতিবার ভোরে লন্ডন থেকে কলকাতা এয়ার ইন্ডিয়ার সরাসরি ফ্লাইটে বুধবার রাতে শহরে এসে পৌঁছলেন ১৪ জন যাত্রী। জানা গিয়েছে,
বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনারের মতো বড় বিমানে কম সংখ্যায় যাত্রী হলে বিমানসংস্থার জন্য তা চিন্তার বিষয়। নিয়মানুযায়ী বিমান ছাড়ার আগে ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে, এবং তার রিপোর্ট লাগবে৷ সেটি ছাড়া বিমানে যাত্রা সম্ভব হবে নয়। কিন্তু, কোন লাভ না হওয়ায় ২০০৯ সালে বন্ধ হয়ে যায় এই উড়ান। প্রায় ১২ বছর পর ফের কলকাতা থেকে লন্ডন সরাসরি উড়ান শুরু হয়েছে।। বৃহস্পতি এবং রবিবার কলকাতা থেকে বিমান উড়বে৷ লন্ডন থেকে বিমান উড়বে শুধুমাত্র বুধ এবং শনিবার৷