আর মাত্র একদিনের অপেক্ষা। মরু-দেশে শুরু হয়ে যাবে আইপিএল-এর আসর। করোনা আবহে নিউ নর্মাল পরিস্থিতিতে একাধিক নতুন নিয়ম সংযুক্ত হয়েছে। বাদ পড়েছে একাধিক বিষয়ও। বাদ পড়ার মধ্যে মধ্যে অন্যতম দর্শক এবং তাদের চিৎকার। মাঠে বিরাট, ধোনিদের উৎসাহ দিতে পারবেন না সর্মথকরা। বর্তমান পরিস্থিতিতে মাঠে থাকছে না চিয়ারলিডারও। তবে টুর্নামেন্ট আকর্ষণীয় করে তুলতে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে মাঠে সৃষ্টি হবে কৃত্রিম শব্দ ধ্বনি। প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা সর্মথকরা চিৎকার করবেন। সাথে কমেন্ট্রি করার ক্ষেত্রেও এই প্রথম work-from-home চালু হচ্ছে। নির্দিষ্ট কিছু সংখ্যক ধারাভাষ্যকার মাঠে থাকছেন। বাকিরা থাকবেন মুম্বইয়ের হোটেলে এবং নিজেদের বাড়িতে। সেখানেই স্টুডিও তৈরি করা হয়েছে। ভারতে বসেই ম্যাচের ভার্চুয়াল ধারাভাষ্য দেবেন ধারাভাষ্যকাররা।