বছর দুয়েক ধরে বেহাল রাস্তা,বারবার প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতকে জানানো সত্বেও কোন সুরাহা মেলেনি। এমনই চিত্র দেখা গেল নদিয়ার হাসখালি ব্লকে। সেখানে ছোট বড় দুর্ঘটনা প্রায়শই লেগে থাকে। জানা গেছে বুধবার নদিয়ার হাসখালি ব্লকের আড়ং ঘাটা যাওয়ার রাস্তায় একটি পাট বোঝাই মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে বিপত্তি ঘটায়। এরপর স্থানীয়রা ছুটে এসে ওই মোটরভ্যান চালকে উদ্ধার করেন, এবং আশঙ্কাজনক অবস্থায় বগুলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে মৃতের নাম সমর তার বাড়ি বহিরগাছি এলাকায়।