বুধবার সকালে হুগলি জেলার শেওড়াফুলিতে বিজেপির ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মূলত শেওড়াফুলি বাজার আবার পুরানো জায়গায় ফিরিয়ে আনতে হবে এই দাবিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের নেতৃত্বে মিছিল করে বিজেপি নেতৃত্বরা। কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ তাদের মিছিল আটকে দেয় পুলিশ, তাদের ডেপুটেশনও জমা নেওয়া হয়নি। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় শেওড়াফুলির ঘোষ মার্কেট এলাকায়। এই মিছিলে নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পল ও হুগলি জেলা শ্রীরামপুরের সাংগঠনিক সভাপতি শ্যামল বোস। পুলিশের পক্ষ থেকে জানা গেছে মিছিলের অনুমতি না থাকায় মিছিল আটকানো হয়েছে। কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন যে যেখানে অন্য দলগুলো বিশাল মিটিং মিছিল করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি দল কোনো কর্মসূচি করলে পুলিশ আটকে দিচ্ছে। এটা চলতে পারে না। বিজেপির এই আন্দোলন চলবে। এর পরেই জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রায় ২৫ জন বিজেপি কর্মীদের আটক করে শ্রীরামপুর থানার পুলিশ।