গত ১৩ জুন খুলেছে মন্দিরের দক্ষিণেশ্বর দরজা। স্বাস্থ্যবিধি পালন করে ঢুকতে হচ্ছে ভক্তদের। করোনা আবহে এত দিন সকালে মন্দির খোলা ছিল ৭টা থেকে ১০টা পর্যন্ত। কিন্তু, আগামী ১৮ তারিখ থেকে মন্দির খোলা থাকবে সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন মহালয়ার সকালে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দির খুলবে এদিন দুপুর ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। মহালয়ার পরের দিন থেকে মন্দির খোলা থাকবে ১০ ঘণ্টা। তার সাথে বদলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির দর্শনের সময়ও।