সোমবার থেকেই চালু হয়েছে মেট্রো পরিষেবা। এবার রেল পরিষেবা বাড়ানোর কথা ভাবছে রেল মন্ত্রক। ২০ সেপ্টেম্বর থেকে কুড়ি জোড়া ক্লোন ট্রেন চালানোর কথা ভাবছে ভারতীয় রেল। ওয়েটিং লিস্টের পর যাত্রীদের জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় তা হল ক্লোন ট্রেন। রেল জানিয়েছে, বেশীরভাগ এই ক্লোন ট্রেন ছা়ডবে বিহার থেকে। এবং এর মধ্যে বেশীর ভাগ ট্রেনের ভাড়াই নেওয়া হবে হমসফর এক্সপ্রেসের দামে। এছাড়া লখনউ এবং দিল্লি রুটের ভাড়া জনশতাব্দী এক্সপ্রেসের দামে নেওয়া হবে।