কোভিড আক্রান্ত হয়ে প্রান হারালেন উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধান রায় নামে পরিচিত হিরন্ময় ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭। ব্যারাকপুর মহকুমায় পাঁচ টাকার ডাক্তার হিসাবে। নাড়ি টিপে দেখে কম ওষুধ দিয়ে রোগী সুস্থ করতেন বলে তাঁকে সাধারণ বাসিন্দা রা নৈহাটির ‘বিধান রায়’বলে আখ্যা দিয়েছিলেন। শিশু চিকিৎসাতেও তিনি দক্ষ ছিলেন। এই করোনা মহামারীর সময়ও কোন রোগীকে ফিরিয়ে দেয়নি সে। গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে বেলঘরিয়ার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। এরপরই গত সোমবার রাত সাড়ে দশটা নাগাদ পর পর দু’বার হার্ট অ্যাট্যাক হওয়ার ধাক্কা সামলাতে পারেননি প্রয়াত চিকিৎসক। তাঁর মৃত্যুর খবরে শুধুমাত্র নৈহাটি নয়, চিকিৎসক মহলও গভীর ভাবে শোকস্তব্ধ।