বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই করোনা আবহে মহালয়ার দুদিন আগেই কলকাতা পুরসভার পক্ষ থেকে বসছে বৈঠক। রাস্তা মেরামত করা থেকে শুরু করে পুলিশ দমকল এবং বিদ্যুতের জোগানের ব্যবস্থা সবই করা হবে। পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার পুজো নিয়ে বৈঠক করবেন।
রবিবার পুরমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পূজো হবে তা নিয়ে আলোচনা করেন । জানা গেছে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই গঙ্গার ঘাটে মহালয়ায় পিতৃতর্পন হবে। পুরসভার নির্দেশ অনুযায়ী তর্পন কারীদের ছয় ফুট দূরত্ব মেনে পূর্বপুরুষের উদ্দেশে মন্ত্রোচ্চারণ করতে হবে। পুলিশ কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে প্রত্যেককে মুখে মাস্ক ব্যবহার করার জন্য।