কোভিডের প্রয়োজনীয় চিকিত্সার কথা মাথায় রেখে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার। শনিবার বেসরকারী হাসপাতাল গুলিকে সরকারি এক নির্দেশে বলা হয়েছে, তাদের মোট আইসিইউ বেডের ৮০% কোভিড রোগীদের জন্য সংরক্ষণ করতে হবে। অবিলম্বে এই সরকারি নির্দেশ কার্যকর করার কথাও বলা হয়েছে। দিল্লিতে আবার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সেখানকার মোট ৩৩টি বেসরকারী হাসপাতালকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি হাসপাতাল সম্পূর্ণ কোভিড হাসপাতাল হয়ে কাজ করছে।