বার্ষিক চিকিত্সার জন্য আমেরিকায় পাড়ি দিলেন সোনিয়া গান্ধী। মায়ের সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধীও। ১৪ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। জানা গিয়েছে এই মেডিকেল চেকাপের জন্য কমপক্ষে দু সপ্তাহ সোনিয়া গান্ধিকে বিদিশে থাকতে হবে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরেজওয়ালা ট্যুইট করে একথা জানান। তিনি আরও বলেছেন অনেক আগেই কংগ্রেস সভানেত্রীর বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। সূত্রের খবর, এই মাসের শেষেই তিনি দেশেফিরবেন।