ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১১টা নাগাদ দিল্লির এইমসে ভর্তি হন তিনি। জানা গেছে তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন করোনাকে জয় করে তিনি সুস্থ হয়ে উঠলেও শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন। তবে জানা গেছে তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। আপাতত তিনি চিকিত্সকদের পর্যবেক্ষণেই থাকবেন।