সময় মতই বর্ষা ঢুকেছে দেশে। তবে জুলাই মাসে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত একটু কমই হয়েছে। সম্প্রতি পাওয়া তথ্যে, এবছর আগস্ট মাসে যে পরিমান বৃষ্টিপাত হয়েছে, গত ৪৪ বছরে তা হয়নি। শেষ কয়েক সপ্তাহে ভারতে আচমকাই বৃষ্টির পরিমান বেড়ে যাওয়ায় এই পরিসংখ্যান তৈরি হয়েছে। ভারতে এমন বৃষ্টি শেষ দেখা গিয়েছিল ১৯৭৬ এর আগস্টে।