চেন্নাই টিমের অন্যতম অলরাউন্ডার রায়না এবার আইপিএল থেকে সরে আসলেন। ফ্রাঞ্চাইজির তরফ থেকে জানা যায় তিনি চটজলদি দেশে ফিরে এসেছেন। আরও জানা যায়, চেন্নাই টিমের মোট দশজন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার তার পাশাপাশি আরেক খারাপ খবর। রায়না কেন সরে আসলেন চেন্নাই টিম থেকে সেই নিয়ে খোলসা করে কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দেশে ফিরে এসেছেন। সম্প্রতি ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে অবসর নিয়েছেন তিনি সুতরাং, আইপিএলেও তাকে আর খেলতে দেখা যাবে না।