অসহায় মানুষদের সাহায্যে হাত বাড়িয়ে নজির গড়লেন সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত। সোমবার লক ডাউনে এক করোনা আক্রান্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তিনি । এছাড়া সালারের পুর্ব গ্রামে অনাহারে দিন কাটানো পরিবারের সদস্যদের হাতে ও খাদ্য সামগ্রী তুলে দেন। করোনা মহামারী এই মুহুর্তে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা সমস্ত ব্লকে ভয়াবহ আকার ধারন করেছে। সালার থানার অন্তর্গত পুর্ব গ্রামে একজন করোনা আক্রান্ত হন। বর্তমানে উনি হোম আইসোলেশন এ রয়েছেন।কিন্তু তার উপার্জনের একটাই পথ দোকান। করোনা আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন ফলে রোজগার বন্ধ ।অন্যদিকে ঐ পরিবারের আরও এক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাই জন্য উপার্জনের সব পথ বন্ধ। সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত স্হানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারেন পরিবার প্রায় অনাহারে দিন কাটাচ্ছে, লক ডাউনে দিনে সোমবার তাই কিছু খাদ্যসামগ্রী তার বাড়িতে পৌঁছে দেনএবং যতদিন না দোকান খুলতে পারছেন সুস্থ হয়ে, ততদিন তার পরিবারের খাদ্য সামগ্রী ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস ও দেন তিনি। এছাড়াও, বাড়িতে ঔষধ পৌঁছে দেওয়া, রক্ত জোগাড় করে দেওয়া এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া নানা ধরনের সাহায্য মূলক কাজই করেছেন তিনি।