মুর্শিদাবাদে ভাগীরথীর ভাঙ্গন অব্যাহত। তবুও প্রশাসনের কোনো হেলদোল নেই। স্থানীয় মানুষ থেকে শুরু করে বিরোধী দল নেতারা বারবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। যার ফলে সাধারণ মানুষের এক অনিশ্চিত ভবিষ্যতের আশায় দিন কাটছে। স্থানীয় মানুষরা দিশাহারা। আর তারই এক ছবি উঠে আসলো রঘুনাথগঞ্জ এর ত্রিমোহিনী গ্রাম এ। প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে চলে যাওয়ায় গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়েছে।তারা অসহায় হয়ে গাছ এর নিচে আশ্রয় গ্রহণ করেছে ।