নদীয়া : কথায় আছে যে রাধে সে চুলও বাধে। করোনা মহামারিতে রাজ্যের যখন সংকটময় পরিস্থিতি, ঠিক সেই সময় সংসারের হাল ধরতে টোটোগাড়ি নিয়ে বেড়িয়ে পড়লেন রানাঘাট আনুলিয়া ঘোড়াগাছার গৃহবধূ টুম্পা সরকার। লক ডাউনে স্বামী কর্মহীন হয়ে পড়ায় এবার তিনি টোটোনিয়ে বেড়িয়ে পড়েছেন। তবে হ্যাঁ, ওই মহিলা টোটোচালক প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছেন দূরত্ব বজায় রেখে অর্থাৎ বসার সিটের উপর ভাড়া রেখে দিতে বলছেন যাত্রীদের। এবং সেই সাথে করোনা সম্পর্কে যাত্রীদের সচেতনও করেছেন।তার কথায় করোনাকে জয় করার পাশাপাশি জীবন সংগ্রামে তিনি একজন গৃহবধু হয়ে সংসারকে সচল রেখেছেন। বাধা আর অর্থ সংকটের সাথে পেটে টান ধরেছে। এসমাজে মহিলারাও যে এগিয়ে তা প্রমাণ করে এই গৃহবধূ টুম্পা সরকার বহু বাধা পেড়িয়ে এগিয়ে চলেছেন।