বেআইনিভাবে কলেজ দখল এবং ছাত্রদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল এমসিইটি কলেজ কতৃপক্ষের বিরুদ্ধে। এই অভিযোগ তোলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান,জেলা পরিষদের অনুদানে এই এমসিইটি কলেজ প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি এই কলেজটিকে বেআইনি ভাবে দখলের চেষ্টা করছে। একই সঙ্গে তারা ছাত্রদের টাকা আত্মসাত করছে। এবং কলেজের পুরানো নথিগুলি নিজেদের স্বার্থে ব্যবহার করছে। জানা গেছে মোশারফ হোসেন কলেজ আধিকারিকদের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন।