দেশে আবারও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দুই সপ্তাহ আগে সংক্রমণের সংখ্যা ছিল ৬০ হাজার জন। বৃহস্পতিবারের পরেই নতুন সংক্রমিত বেড়ে হয় ৭৫ হাজার। শুক্রবার সংখ্যাটা দাড়ায় ৭৭ হাজার। এই বৃদ্ধি এখনও অবধি সর্বোচ্চ। কয়েকদিন থেকে দৈনিক মৃত্যু বেড়ে হয় এক হাজার এরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য সূত্রে জানা যায় ২৪ ঘণ্টায় দেশে ৭৭ হাজার ২৬৬ জন নতুন করে আক্রান্ত হচ্ছেন। যা এক নতুন রেকর্ড। যার কারনে মোট দেশের আক্রান্ত সংখ্যা বেড়ে হয়ছে ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। পাশাপাশি আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৪৫১ ও ৪৪ হাজার ২৩৫ জন। তবে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন। দেশে কোভিড রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই আশাপূরণ। এখনও পর্যন্ত মোট ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের তিন চতুর্থাংশেরও বেশি সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ১৭৭ জন।