ভয়াবহ আগুনের গ্রাসে হাওড়ার ভারত জুটমিল। শ্রমিকদের তৎপরতায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল জুট মিল। বৃহষ্পতিবার রাত ১১ টা নাগাদ হাওড়ার দাশনগরের এই জুট মিলে জড়ো করে রাখা পাটের দড়িতে আগুন লাগে। শ্রমিকরা রাতে আগুন দেখে ছুটে আসে এবং আগুন নেভাবার চেষ্টা করে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আধঘন্টার চেষটায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সময় জুটমিল বন্ধ ছিল। তবে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে,শর্ট সার্কিট থেকে আগুন লাগতে থাকতে পারে।