উন্নত মানের ইন্টারনেট পরিষেবা দিতে মুকেশ আম্বানী তৈরি করতে চলেছে আন্তর্জাতিক গুণ সম্পন্ন ডেটা হাব। আর প্রকল্পের জন্য তিনি বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গকে। উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা এবং বিশ্বমানের পরিকাঠামোযুক্ত ডেটা ট্রান্সফার দিতে এই ডেটা হাব তৈরি করতে চলেছে জিও সংস্থা। সেই লক্ষেই এই কেবল ল্যান্ডিং স্টেশন তৈরিতে জিও কে অনুমোদন দিল রাজ্য সরকার। জানা গেছে এই স্টেশন তৈরিতে এক হাজার টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স সংস্থা। পশ্চিমবঙ্গের পর্যটনকেন্দ্র দিঘায় তৈরি হতে চলেছে আর একটি বিশ্বমানের কেবল ল্যান্ডিং স্টেশন।