বৃহস্পতিবার রাজ্য জুড়ে চলছে সার্বিক লকডাউন। আর তার সাথেই কদিন ধরে শুরু হয়েছে নিম্নচাপ। বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি।বৃহস্পতিবার ও ক্ষেপে ক্ষেপে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিকে মাথায় করে নিয়েই লক ডাউন সফল করলেন রেজিনগর থানার পুলিশ। এলাকায় চলছে কড়া পুলিশি পাহারা। জনমানবহীন রাস্তাঘাট। যারা লক ডাউন অমান্য করে বেড়িয়েছেন তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। যদিও ইতিমধ্যেই কয়েক জনকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ।