বৈদ্যুতিক হিটারে শর্ট সার্কিটের প্রভাবে মৃত্যু বিএসএনএল অফিস কর্মীর। মৃত ওই ব্যক্তির নাম মেঘনাথ ঘোষ। বয়স ৫২। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর চৌরাস্তার মোড়ের ঘটনা। জানা যায়, মৃত ব্যক্তি নিশ্চিন্তপুর বিএসএনএল এক্সচেঞ্জ অফিসে কাজ করতেন। এদিন সকালে বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে শটসার্কিট থেকে এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জানালা দিয়ে দেখতে পায় ঘরের মধ্যে হিটারের পাশে পড়ে রয়েছে মেঘনাথ বাবু। খবর দেওয়া হয় স্থানীয় কুল্পি থানায়। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যায়। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ