গভীর রাতে হঠাৎ আগুন। আগুনে ভস্মীভূত মজুত রাখা ধান, পাট সহ একাধিক তাঁত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় চরের বাসিন্দা কৃষ্ণ মাহাতো। চাষ করে এবং তাঁত বুনে সংসার চলে তার। চাষ করে লক্ষাধিক টাকার ধান এবং পাট লাভের আশায় বাড়িতে ধান এবং পাট মজুত করে রেখেছিলেন তিনি। জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায় পাট এবং ধানের বোঝায়। আগুনের আলোতে হঠাৎ ঘুম ভেঙে যায় তাদের। ঘুম থেকে উঠে তারা দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। এরপরে চিৎকার-চেঁচামেচি শুরু করলে এলাকার বাসিন্দারা ছুটে আসে।বাড়িতে থাকা একটি জল তোলার যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা। তারপর খবর দেওয়া হয় শান্তিপুর দমকল বাহিনীকে।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িতে মজুত রাখা সব পাট এবং ধান। সেই সঙ্গে বেশ কয়েকটি কাপোর তাঁত আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।পরিবারের সদস্যদের দাবি প্রায় আড়াই লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেনা। দমকলকর্মীরা আগুন লাগার কারণ পর্যবেক্ষণ করে দেখছেন।