রাজ্যের ওপর থেকে সরছে নিম্নচাপ। তবে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারও দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ উপকূলবর্তী এলাকা গুলিতে ৪৫ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । তবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, জানাল আবহাওয়া দফতর ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে।গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫০.৫ মিলিমিটার।