বুধবার তিন দফা দাবিতে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে বীরভূমে বিক্ষোভ করা হয়। তাদের দাবী বিধানসভা ভিত্তিক সমস্ত জায়গায় কোভিড হাসপাতাল এবং সেফ হোম তৈরি করা, বেসরকারি হাসপাতালে খরচ কমানো ও অন্যান্য হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করা। এছাড়াও তারা জানান,বেসরকারি হাসপাতালে খরচ সম্পর্কে এবং হাসপাতালে চিকিৎসা পরিকাঠাম সম্পর্কে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এই দাবিতে বুধবার বীরভূম জেলার ডিওয়াইএফআই কর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ করে সিউড়ি মসজিদ মোড়ে। পাশাপাশি তারা এদিন জেলার পাঁচটি জায়গায় ডেপুটেশন জমা দেয়। এবিষয়ে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তাদের কথাও হয়। তাদের অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে বড় বড় করে বিজ্ঞাপন দিলেও বাস্তবে কিছুই হচ্ছে না। তাবে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের দাবীর সাথে সহমত হয়েছেন।