কান্দি নেতাজি বাস টার্মিনাস আনলক পর্যায়ে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রুটে বাস পরিষেবা দিয়ে চলেছে। কিন্তু তেলের মূল্যবৃদ্ধি এবং বেআইনি ছোট গাড়ি চলাচল তাদের রুজি-রুটির টান ধরিয়েছে। তাদের দাবি এরকম চলতে থাকলে তারা আর বাস পরিষেবা দিতে পারবে না। কান্দি বাস সিন্ডিকেটের সম্পাদক সন্দীপ চক্রবর্তী সরকারের কাছে আর্জি জানিয়েছেন অবিলম্বে তেলের দাম কমাতে হবে অথবা বাসের ভাড়া বৃদ্ধি করতে হবে সাথে বাস রুটে বেআইনি ছোট গাড়ি চলাচল নিষিদ্ধ করতে হবে।