মহামারী করোনা প্রতিরোধের সারাবিশ্ব তথা ভারতবর্ষে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে শুধু মানুষ নয়, প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন পশুপাখি জীবজন্তু করুন অবস্থায় দিন কাটাচ্ছে। গঙ্গাসাগরের সারমেয় অর্থাৎ কুকুরগুলো অনাহারে দিন কাটাচ্ছিল।
সারাবছর গঙ্গাসাগরে পর্যটকের দেওয়া খাবার খেয়ে এরা বেঁচে থাকত। লকডাউন এর জেরে গঙ্গাসাগর কপিল মুনি আশ্রম শুনশান। আর ঠিক এই সময় এক মানবিক উদ্যোগ দেখালো গঙ্গাসাগর বিধায়ক বঙ্কিম হাজরা। সাগর প্রান্তে গঙ্গাসাগরে ২০০ টির বেশি সারমেয় অর্থাৎ কুকুরের জন্য ভাত, দুধ ইত্যাদি খাওয়ার ব্যবস্থা করলেন সাগরের মাননীয় বিধায়ক মহাশয়। পর্যটক এসময় নেই। কুকুরগুলো খেতে পাচ্ছে না। বুধবার তৃতীয় দিন আবার খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করলেন তিনি।
সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীযুত ভরত চন্দ্র মন্ডল, শ্রীযুত শংকর মাইতি ও শিবু দত্ত মহারাজ।বিধায়কের এমনই মানবী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।