করোনা আবহে মাস্ক মাস্ট। সচেতন সমাজের প্রায় সব শ্রেনীর মানুষই। তাই মা দূর্গা কেনই বা বাদ যাবেন? মূর্তিতে সচেতনতার ছোঁয়া দিতে মাস্ক নিয়ে অভিনব উদ্যোগের পথে উত্তর কলকাতার গৌরীবেড়িয়া সর্বজনীন। মাস্ক নিয়ে নতুন ভাবনায় এবছর দেবীর জন্য তৈরী হচ্ছে রুপোর মাস্ক। সমাজকে আরও সচেতন করতে এবং বিশ্ব দরবারে এক অভিনব বার্তা দিতে উদ্দ্যোগী গৌরীবেড়িয়া সর্বজনীন পূজো কমিটি।