স্বাধীনতা দিবসেও শোরগোল চুঁচুড়ার খাদিনা মোড়ে। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে পুলিশের অনুমতি ছাড়া স্বাস্থ্য বিধি না মেনে কয়েকশো লোক এই মিছিলে পা মেলাতে হাজির হয়েছিলেন। পুলিশ তাদের আটকালে পুলিশের সঙ্গেই শুরু হয় ধস্তাধস্তি। জোর করেই মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তা আটকে দেয় পুলিশ। এই মিছিলে একটি ৩০০ ফুটের তেরঙ্গা ঘিরেও বিতর্ক শুরু হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন এই ধরনের জাতীয় পতাকা ব্যবহার করা যায় না। কারণ জাতীয় পতাকার একটা নির্দিষ্ট মাপ থাকে। তবে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কোনরকম জাতীয় পতাকার অবমাননা করা হয়নি বলে দাবি করা হয়।