৭৪ তম স্বাধীনতা দিবসে এক অমানবিক নজির সৃস্টি হল নদিয়ার কল্যানীতে। সুত্রের খবর কল্যানী বিজেপির শ্যামা প্রসাদ ভবন সেন্ট্রান পার্ক থেকে সকালে এক বাইক র্যালী করতে গেলে কল্যানী থানার পুলিশ তাদের বাধা দেয়। এই ঘটনার পর বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। অভিযোগ তাদের উপর পুলিশের লাঠি চার্জ ও বাইকের চাবী কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় বিজেপির বেশকিছু নেতা কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরপর কল্যানী শহর বিজেপি মন্ডলের প্রচুর কর্মী ও সমর্থক কল্যানী থানার সামনে বিক্ষোভ দেখালে অবশেষে পুলিশ ওই আটক বিজেপি নেতা কর্মীদের ছেড়ে দেয়। বিজেপির এক নেতৃত্ব জানান,এই ধরনের কাজ আমরা পুলিশের কাছ থেকে আশা করিনি।