অনৈতিক ভাবে মেলার মাঠ ঘিরে ফেলার প্রতিবাদ জানিয়ে শান্তিনিকেতনের ব্যবসায়ী সমিতির সদস্যরা ঠিকাদারকে বেধড়ক মারধর করল। শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ভারতী কর্তৃপক্ষ। সেইমতো দিন কয়েক থেকে মাঠের ধারে বালি-পাথর সহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলা হচ্ছিল। স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে সেখানে পাঁচিল নির্মাণ করার জন্য ঠিকাদার ও তার কর্মীরা কাজ শুরু করে। সেই সময় বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন ও ঠিকাদারকে মাঠ ঘিরে ফেলার কাজ করতে বন্ধ করতে বলেন। ঠিকাদার সেই কথা না শুনলে ব্যবসায়ী সমিতির সদস্যরা তাকে বেধড়ক মারধর করেন। ব্যবসায়ী সমিতির দাবি,কোনভাবেই শান্তিনিকেতনের মেলারমাঠ ঘিরে দেওয়া যাবে না। বিভিন্ন পোস্টার দিয়ে ব্যবসায়ী সমিতির সদস্যরা স্লোগান দিচ্ছেন বিশ্বভারতীর কার্যালয়ের সামনে।