ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। এদিন শান্তিপুর হাসপাতালকে একটি স্যানিটাইজার শাওয়ার গেট সহ দশ লিটার স্যানিটাইজার ও দুই হাজার মাস্ক দান করেছে। করোনা প্রতিরোধে শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ এর আগেও একাধিক কর্মসূচি পালন করে এসেছে। তবে সাধারণ মানুষ যাতে আগামী দিনেও করোনার প্রকোপ থেকে রক্ষা পায় ও উপকৃত হয় সেই কথা মাথায় রেখেই মোট পাঁচটি স্যানিটাইজার সওয়ার গেট তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে শান্তিপুর হাসপাতালে সুপার জয়ন্ত বিশ্বাস জানান, শান্তিপুরের করোনা প্রতিরোধ মঞ্চের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। শান্তিপুরের সাধারণ মানুষ এই করোনার আবহে খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। হাসপাতালই এখন তাদের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা। কিন্তু এর আগেও হাসপাতালের বিভিন্ন ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হয়েছে, যার কারণে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল হাসপাতাল। তবে পরিস্থিতি ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠেছে। আশা করা যাচ্ছে এই শাওয়ার মেশিনের সাহায্যে শান্তিপুরের মানুষ অনেকটাই জীবাণুমুক্ত হবে।