9ই আগস্ট প্রাক্কালে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর প্রথম ফেলোশিপ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কিছু সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়। তাদের প্রত্যেককেই শংসাপত্র দ্বারা অবহিত করা হয়। এই অনুষ্ঠানের ‘খাদ্য অংশীদার’, তারাপীঠ তপনের প্রতিষ্ঠাতা গুরুজি শ্রী বিনয় মহারাজ এই প্রোগ্রামটির ভাল সমর্থন করেছিলেন। আনন্দের সন্ধ্যার বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী অদিতি দাস, অভিনেত্রী জয়া চক্রবর্তী এবং সমাজকর্মী ফারুক মালিক।